সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আইস-ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করেছে, বিজিবি

টপ নিউজ ডিস্কঃ শনিবার (০২ এপ্রিল) ভোরে টেকনাফের নাফ নদী সংলগ্ন জালিয়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। এই সময় তাদের কাছ থেকে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।


গ্রেফতাররা হলেন- মিয়ানমারের মংডু এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক (২৩) ও একই এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২)।


টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমার থেকে আইস ও ইয়াবার চালান দেশে প্রবেশের খবর পেয়ে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি থেকে দুটি বিশেষ টহল দল অবস্থান নেয়। মিয়ানমারের থেকে একটি নৌকা বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসে।


এই সময় বিজিবির টহল দল নৌকাটি আটক করেছে। পরে নৌকা তল্লাশি করে এক কেজি ৫৯ গ্রাম আইস ও ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles