সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে;প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ আগামী দু-একদিনের মধ্যে সমন্বয় করা হবে জ্বালানি তেলের দাম বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী । ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করেছে । জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে দেওয়া হয়েছে আমাদের কিছু সুবিধা । সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে, তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারবো। সেটার হিসাবটা এখনও যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে হয়তো একটা পরিবর্তন আসবে। সরকার যেহেতু শুল্ক ছাড় দিয়েছে। সেটা হয়তো কিছুটা আমাদের জন্য…তবে আবার বেড়ে গেছে তেলের মার্কেট ।’

তিনি বলেন, ‘তেলের বাজার এখন ১৫০ ডলারের (প্রতি ব্যারেল) উপরে চলে গেছে, যেটা আগে ছিল ১৩০ ডলার । এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারবো, কারণ এখানে ভর্তুকির বড় একটা অংশ যোগ হবে আবার । যখন ডিজেল ১১৪ টাকা ছিল তখন ডিজেলে ভর্তুকি ছিল আট টাকার উপরে , এখন হয়তো আরও বাড়বে সেই জায়গাটা ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles