সর্বশেষ

42.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

আজম খানের চলে যাওয়ার এগারো বছর

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনক আজম খান চলে যাওয়ার আজ ১১ বছর। ২০১১ সালের আজকের এই দিনে (৫ জুন) লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রিয় শিল্পীকে হারানোর এই দিনে নানাভাবে তাকে স্মরণ করেন ভক্তরা।

আজম খান ১৯৫০ সালে ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল মাহবুবুল হক খান। তিনি  একজন বীর মুক্তিযোদ্ধাও, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের তিনি অংশ নিয়েছিলেন। 

এর আগে ১৯৭০ সালে ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ডদল প্রতিষ্ঠাও করেন আজম খান। তিনি প্রথম স্টেজ প্রোগ্রাম করেন নটরডম কলেজে ১৯৭২ সালে এবং একই সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম টেলিভিশন অনুষ্ঠানও করেন। তবে তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় ১৯৭৩ সালের ১ এপ্রিল ওয়াপদা মিলনায়তনের অনুষ্ঠান।

১৯৮২ সালে ‘এক জনম’ নামক  তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। এরপর আজম খান একে একে ১৬৮টি একক গান, ৩০টি মিশ্র গানসহ মোট ১৪টি অ্যালবাম উপহার দেন তার ভক্তদের।  তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘অনামিকা চুপ’, ‘আলাল দুলাল’, ‘সারা রাত’ ইত্যাদি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles