সর্বশেষ

39.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আজ আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস

টপ নিউজ ডেস্কঃ আজ ২১ জুন (মঙ্গলবার) আন্তর্জাতিক যোগ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মানবতার জন্য যোগ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যোগ দিবস পালিত হচ্ছে থাকছে নানা আয়োজনে।

এ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এ বছর দিবসের প্রতিপাদ্যই সবাইকে মনে করিয়ে দিবে ইয়োগা বা যোগচর্চা কীভাবে সত্যিই সার্বজনীন হয়ে উঠেছে।

এছাড়াও করোনাকালীন সময়ে যোগচর্চা মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, মহামারিকালে বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনযাপনে অবিচ্ছেদ্য অংশ হয়েছে যোগচর্চা। বিশেষ করে সামাজিক দূরত্ব ও মানসিক চাপের মতো চ্যালেঞ্জ কাটানোর ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যোগচর্চা।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর সে বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles