সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আজ ঐতিহাসিক চা শ্রমিক দিবস

টপ নিউজ ডেস্কঃ শনিবার (২০ মে) আজ ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। দিবসটি উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা শ্রমিকেরা সমাবেশ করবে ।

১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে চেষ্টা চালায় ফিরে যাওয়ার। এসময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে চা শ্রমিকদের নির্বিচারে হত্যা করা হয় । এরপর থেকে চা-শ্রমিকেরা এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন।

এবছর চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা সমাবেশ করবে । শনিবার সকালে এই সমাবেশে অনুষ্ঠিত হবে বলে চা শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানর শ্রমিক নিপেন পাল জানিয়েছেন ।

চা শিল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও প্রচলন ছিল না চায়ের । ১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা চাষ শুরু করে ।

সে সময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের উড়িষ্যা, আসাম, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয় শ্রমিকদের । ‘গাছ হিলেগা, রুপিয়া মিলেগা’ এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও বেশি সময় লাগেনি তাদের ভুল ভাঙতে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles