সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

টপ নিউজ ডেস্ক: আজ ৬ এপ্রিল (বৃহস্পতিবার) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ হাসিনার উন্নয়ন দর্শন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন ’।

গ্রিসের রাজধানী এথেন্সে ১৮৯৬ সালের আজকের এইদিনে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। ২০১৩ সালে জাতিসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বেছে নেয় ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ২০১৪ সাল থেকে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশে দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে।

দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংস্থা। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে বিভক্ত করে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। ম্যাচটি বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হবে বিকেল পৌনে ৪টায়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles