সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আজ থেকে শুরু এলাকাভিত্তিক লোডশেডিং

টপ নিউজ ডেস্কঃ বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় ঘটাতে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে। শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া হবে। 

সারাদিনে এক থেকে দেড় ঘণ্টা, আবার কোথাও কোথাও দুই ঘণ্টাও হতে পারে এই লোডশেডিং। 

এদিকে জানা গেছে, দেশে গতকাল থেকেই স্থগিত করা হয়েছে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। একই সঙ্গে মসজিদে নামাজ ব্যতীত অন্য সময় এসি ব্যবহার করা বন্ধসহ নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। 

বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসেরও সময়সূচি দুই ঘণ্টা কমানোর চিন্তা চলছে। এরই মধ্যে কোন এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার সম্ভাব্য সূচি্ও প্রকাশ করেছে  বিভিন্ন এলাকার বিদুৎ বিতরণকারী প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে সাংবাদিকদের
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী  এসব তথ্য জানান। এবং  আজ মঙ্গলবার থেকেই তা কার্যকর হচ্ছে।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles