সর্বশেষ

42.5 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

টপ নিউজ ডেস্কঃ প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। যক্ষ্মার বৈশ্বিক মহামারী এবং এ রোগের  নির্মূলতা সম্পর্কে সচেতনতা তৈরি করাই এদিবসের উদ্দেশ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘Invest to End TB. Save Lives. ‘

১৮৮২ সালের আজকের এই দিনটিতেই ডাঃ রবার্ট কোচ, বার্লিনের ইনস্টিটিউট অফ হাইজিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দলের সাহায্যে যক্ষ্মা রোগের কারণ আবিষ্কার করেন। ডাঃ কোচের আবিষ্কারটি ছিল যুগান্তকারী কারন সেসময় গোটা ইউরোপ এবং আমেরিকা জুড়ে যক্ষ্মা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, প্রতি সাতজনে একজন মারা যাচ্ছিলো। সেসময় এ আবিষ্কার এই রোগ বিশ্লেষণ ও নিরাময়ের সাহায্য করেছিলো।

এই আবিষ্কারের একশততম বার্ষিকীতে, আইইউএটিএলডি প্রস্তাব করেছিল ২৪ মার্চকে বিশ্ব যক্ষ্মা দিবস ঘোষণা করার জন্য। এরপর এক দশকেরও বেশি সময় পরে হেলথ অ্যাসেম্বলি এবং জাতিসংঘ ১৯৯৫ সালের এ দিবস পালনের উদ্যোগ নেয়। ১৯৯৮ সাল থেকে বিশ্বের প্রায় সব দেশেই এই দিবস উৎযাপন শুরু হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles