সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আজ বিশ্ব সর্প দিবস

হাবিবা সুলতানাঃ সাপ একপ্রকার সরীসৃপ জাতীয় প্রাণী। আপাত দৃষ্টিতে নিরীহ হলেও এই প্রাণীটি মারাত্মক বিষধর হতে পারে। এমনকি অনেকের মৃত্যুর কারনও হয় সরীসৃপ প্রাণীটি। তবে এটি খুব লোকই জানে মাত্র ১০ শতাংশ সাপই কেবল বিষধর হয় এবং সাপ কিন্তু ইচ্ছাকৃতভাবে কামড় দেয় না।

তবে এই ১০ শতাংশ সাপ নিয়েই রয়েছে নানান গল্প কথা, ভয় ধরানো কাহিনী। এজন্য যত্রতত্রভাবে মারা হয় সাপ। বিষধর কি না যাচাই না করেই করা হয় আক্রমণ। সৃষ্টি হয় অযথা ভীতির। তবে এদের মারা উচিত নয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপ খুবই গুরুত্বপূর্ণ। তাই সাপকে রক্ষায়, প্রতি বছর ১৬ জুলাইকে বিশ্ব সর্প দিবস হিসেবে পালন করা হয়।

প্রকৃতিপ্রেমীদের ভাষ্যমতে, প্রকৃতি ও বন্যপ্রাণ প্রেমীর চোখে দেখলে খুবই সুন্দর। আসুন এদের না মেরে এদেরও বাঁচতে দিই। শুধু একদিন সর্পদিবস পালন করলেই হবে না প্রত্যেকদিনই হোক পরিবেশ ও বন্যপ্রাণ দিবস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles