সর্বশেষ

37.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

টপ নিউজ ডেস্কঃ আজ (১৫ মে) শুভ বুদ্ধপূর্ণিমা। দেশ ও দেশের বাইরের সকল বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণ- এর এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধভক্তরা বুদ্ধপূর্ণিমা হিসাবে পালন করেন।

বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে, পূর্বজন্মে বোধিসত্ব সকল পারমি পূরণ করে যখন সন্তোষকুমার নামে স্বর্গে অবস্থান করছিলেন, তখন দেবগণ তাকে অনুরোধ করেন জগতের মুক্তি ও দেবতা এবং মানুষের নির্বাণ পথের সন্ধান দানের জন্য মনুষ্যকুলে জন্ম নিতে। দেবতাদের অনুরোধে বোধিসত্ব সর্বদিক বিবেচনাপূর্বক এক আষাঢ়ী পূর্ণিমায় স্বপ্নযোগে তার মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করেন এবং এর পরবর্তী এক শুভ বৈশাখী পূর্ণিমায় তিনি জন্ম লাভ করেন। তার জন্ম হয়েছিল লুম্বিনী কাননের এক শালবৃক্ষ ছায়ায়, উন্মুক্ত আকাশতলে। তার নিকট জাতি, শ্রেণি এবং গোত্রের কোনো ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপেই জানতেন এবং এর প্রাণসত্ত্বার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। তিনি সেই উপলব্ধি থেকে বলেছিলেন, ‘সবেব সত্তা ভবন্তু সুখীতত্তা’ অর্থাৎ জগতের সব প্রাণী সুখী হোক।

বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles