সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আজ শুভ মহালয়া, সূচনা হলো দেবীপক্ষের

টপ নিউজ ডেস্কঃ আজ রোববার ২৫ সেপ্টেম্বর,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। দেবীপক্ষের শুরু এ দিন থেকেই।

মহালয়া হচ্ছে শ্রীশ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন।  দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি আছে এই ‘চন্ডী’তেই। এই মহালয়া শারদীয় দুর্গাপূজার গুরুত্বপর্ণ একটি অনুষঙ্গ হলো।

পুরাণমতে, দেবী দুর্গার আবির্ভাব ঘটে এদিন। দুর্গাপূজার দিন এ দিন থেকেই গণনা শুরু হয় । দেবী মায়ের পূজার প্রতীক্ষা মানেই মহালয়া। আর এই দিনেই চক্ষুদান করা হয় দেবীর।

আগামী ১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হলেও ষষ্ঠীপূজার মাধ্যমে মূলত, দুর্গাপূজার আগমনধ্বনি শোনা যাবে আজ থেকেই। সারাদেশে বেশ আড়ম্বরের সঙ্গে দুর্গাপূজার এই সূচনার দিনটি উদযাপিত হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles