সর্বশেষ

41.7 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আফগানিস্তানে অন্তত ৪০০ জন বন্যায় নিহত

টপ নিউজ ডেস্কঃ আফগানিস্তানজুড়ে সাম্প্রতিক বন্যায় নিহত হয়েছেন অন্তত ৪০০ জন বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এ তথ্য জানানো হয় বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ।

মন্ত্রণালয় জানায়, বন্যার কারণে নাগরিকদের আর্থিক ক্ষতি হয়েছে ব্যাপক ।

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী শরাফুদ্দিন মুসলিম জানান, আহতদের নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে । যাদের ঘর ধ্বংস হয়ে গেছে বন্যায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে ।

বেশ কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে হচ্ছে ভারী বৃষ্টি । অনেক জায়গায় বন্যাও হয়েছে । বন্যায় ডুবেছে কুনার, নানগারহার, নূরিস্তান,পাঞ্জশীর, লাঘমান, পারওয়ান, কাবুল, কাপসিয়া, বামিয়ান, ময়দান ওয়ারদাক, গজনী, লোঘার, সামানগান, সার-ই-পুল, তাখার, পাকতিয়া, খোস্ত ও দাইকুন্দি প্রদেশ।

কুন্দুজ প্রদেশের বাসিন্দা আহমাদুল্লাহ বলেন, বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর জমি । এখনও কিছু জমি নিমজ্জিত বন্যার পানিতে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles