সর্বশেষ

30.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আফগানিস্তানে ঠাণ্ডায় ৭৮ জনের মৃত্যু

টপ নিউজ ডেস্কঃ আফগানিস্তানেগত এক দশকের মধ্যে এ বছর ভয়াবহ ঠাণ্ডা পড়েছে। অতিরিক্ত ঠাণ্ডা সইতে না পেরে মৃত্যু হয়েছে ৭৮ জনের। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

কর্মকর্তারা বলছেন, দেশের ৩৪ টি প্রদেশের ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে ৮ টিতেই। ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে আফগানিস্তানে। মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে আরও দুর্ভোগ হয়ে এসেছে এই শীত।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থা বিষয়ক কেন্দ্রর প্রধান আবদুল্লাহ আহমাদি এ বিষয়ে বলেন, “আগামী কয়েকদিনে আরও  শীতল হবে আবহাওয়া। ফলে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন মানবিক সাহায্যর কথা বিবেচনা করা।”

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে নারী কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করায় সম্ভব হচ্ছে না দেশটির নারীদের সহায়তা করা।

দেশটিতে গত নয় দিনে গবাদি পশু মারা গেছে প্রায় ৭৭ হাজার, যা দেশের খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও গভীরভাবে ফেলেছে হুমকির মুখে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার ২ কোটি ১২ লাখ মানুষের জন্য।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles