সর্বশেষ

28.9 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আবারো বাড়লো তেল ও চিনির দাম

টপ নিউজ ডেস্কঃ আরও বেড়েছেসয়াবিন তেল ও চিনির দাম। দাম বাড়ানোর এই ঘোষণা এলো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির সংকটের মধ্যেই।

নতুন এই দাম অনুসারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৯০ টাকা করে। যা কেজিতে আগের চেয়ে বেড়েছে ১২ টাকা। আর কেজিতে ১৩ টাকা বাড়িয়ে প্যাকেটজাত চিনি করা হয়েছে ১০৮ টাকা।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, গতকাল বুধবার (১৬ নভেম্বর) সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়।

একইভাবে গতকালই (১৬ নভেম্বর) চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

এতোদিন ১৭৮ টাকা কেজিতে বোতলজাত সয়াবিন বিক্রি হতো। আজ থেকে নতুন মূল্য অনুযায়ী ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে নতুন দাম হয়েছে ৯২৫ টাকা, এতদিন যার দাম ছিল ৮৮০ টাকা।

অন্যদিকে লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিনের দাম। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম বেড়ে নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। আর ১২১ টাকায় বিক্রি হবে প্রতি লিটার খোলা পাম তেল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles