সর্বশেষ

31.3 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আমরা শান্তি চাই, যুদ্ধ নয়:প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ দুর্যোগ-দুর্বিপাক সবক্ষেত্রেই সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন ।

রোববার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য ২০২১ সালে বাংলাদেশ পেয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা ।

আমরা যেহেতু ২০২১ সালে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। আজকের নবীন অফিসাররাই হবে ২০৪১ এর সৈনিক। যারা বাংলাদেশকে গড়ে তুলবে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ।

তিনি বলেন, ৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর পর গঠন করে আওয়ামী লীগ সরকার । তখন সেনাবাহিনীকে নেওয়া হয় আধুনিকায়ন করার পদক্ষেপ । আমরা শান্তি চাই, যুদ্ধ নয়। জাতির পিতাই বলেছেন- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, আমরা তা মেনে চলছি। সেভাবে আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি এগিয়ে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles