সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আরও তিনটি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ

টপ নিউজ ডেস্কঃ টানা দুই বছরেরও বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারির মধ্যেই ছড়িয়ে পড়া আরেক ভাইরাস মাঙ্কিপক্সের সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়েছে আরও তিনটি দেশে । মঙ্গলবার (২৪ মে) এই দেশ তিনটিতে প্রথমবারের মতো শনাক্ত হয় এই ভাইরাসে আক্রান্ত রোগী । বুধবার (২৫ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন করে যে তিনটি দেশে তার একটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে । এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে সংক্রমণ শনাক্ত হয় আমিরাতে । মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রেকর্ড করা হয়েছে একজনের মাঙ্কিপক্সের সংক্রমণ ।

এছাড়া চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়াও মঙ্গলবার সংক্রমণের কথা জানিয়েছে তাদের প্রথম মাঙ্কিপক্সের । সংবাদমাধ্যমটি বলছে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যাটি এখনও বাড়বে বলে । তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণের জন্য এই ভাইরাস নিয়ে খুবই কম সামগ্রিক ঝুঁকি । মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এই ভাইরাসটি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles