সর্বশেষ

33.2 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’র, সম্ভাবনা সরাসরি আঘাতের

টপ নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোচা’ বঙ্গোপসাগরে সৃষ্টি ও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী ১৩ থেকে ১৬ মে’র মধ্যে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করার। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বিষয়টি জানিয়েছেন।

তিনি বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল পর্যালোচনা করে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে ৮ থেকে ৯ মে এর মধ্যে লঘুচাপ সৃষ্টি হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ১০ মে এবং পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে ১১ মে।’

‘প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে ঘূর্ণিঝড় মোচা ১৪ মে মধ্যরাতের পরে থেকে সরাসরি স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা নির্দেশ করছে। স্থলভাগে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি খুবই শক্তিশালী হিসেবে আঘাত করার সম্ভাবনা রয়েছে, আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সর্বশেষ পূর্বাভাস অনুসারে। স্থলভাগে আঘাতের সময় সর্বশেষ পূর্বাভাস অনুসারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার ঘূর্ণিঝড় মোচা বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles