সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না আদায় করার আহ্বান ;ওবায়দুল কাদেরের

টপ নিউজ ডেস্কঃ আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে সেতুমন্ত্রী এ আহ্বান জানান ।

ওবায়দুল কাদের জানান, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরইমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ।

দেশের সড়ক-মহাসড়কগুলো অনেক ভালো অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কের জন্য কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়েও । এসময় সড়কে শৃঙ্খলা রক্ষায় পরিবহন মালিক শ্রমিকসহ তিনি আন্তরিক সহযোগিতা কামনা করছেন সব স্টেক হোল্ডারদের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles