সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইউক্রেনের পাল্টা আক্রমণ কিয়েভের পশ্চিমে

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা বুধবার সকালে বেসমেন্ট থেকে সতর্কভাবে বেরিয়ে আসে। এলাকায় রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে খুব সম্ভবত সবচেয়ে কোলাহলপূর্ণ সকাল ছিল এটা। শোনা যাচ্ছিল টানা ভারী কামানের শব্দ। দৃশ্যত উত্তর-পশ্চিম দিক থেকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে হালকা অস্ত্রের গুলিরও একটানা শব্দ হচ্ছিল।

কিয়েভে অবস্থানকারী সাংবাদিকরা বলেছেন, রাশিয়ার সেনারা কিয়েভের উত্তর-পশ্চিমের দুই থেকেই  গোলাবর্ষণ করছে। প্রাথমিক খবরে জানা যায়, ব্যক্তিগত বাড়ি, আবাসিক ফ্ল্যাট ও একটি শপিংমল ক্ষতিগ্রস্ত হয়েছে।  

মঙ্গলবার রাতে শোনা যায়, ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করছে। তারা কিয়েভ থেকে প্রায় ৪০ মাইল পশ্চিমে অবস্থিত মাকারিভে আবার ইউক্রেনীয় পতাকা তুলেছে। লন্ডন এবং ওয়াশিংটন থেকে খবরে বলা হয়েছে,রাজধানী কিয়েভে রুশবাহিনীর অগ্রগতি আবার স্থবির হয়ে পড়েছে। তারপরে সকালে জেগে ওঠার পর শোনা গেল ভিন্ন কিছু খবর।  

গত এক মাস ধরে ইউক্রেনের একাধিক ফ্রন্টে চলা যুদ্ধের এটাই বাস্তবতা। যুদ্ধক্ষেত্র এবং আখ্যান বদলাতে থাকে। কিছু দিন এটি খুব ছোট পদক্ষেপে হয়, কখনো বা হয় বড়ভাবে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles