সর্বশেষ

37.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ইউক্রেনের পাশে শেষ পর্যন্ত থাকার ঘোষণা জি-৭ নেতাদের

টপ নিউজ ডেস্কঃ জি৭-এর নেতারা কিয়েভকে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থসহ যে কোনো চাহিদা মেটাতে সাহায্য করার। সেই সাথে তারা মস্কোকে তার অন্যায় ও নৃশংস যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পাশে থাকার এ প্রতিশ্রুতি গতকাল বুধবার দিয়েছেন জি-৭ নেতারা।

এছাড়াও ওয়াশিংটনে জি-৭ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকাররা মিলিত হয়ে, একটি বিবৃতিতে বলেছেন— রাশিয়ান তেলের প্রস্তাবিত মূল্যসীমার বিষয়ে তারা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং স্বাগত জানিয়েছেন জোটে অস্ট্রেলিয়ার যোগকে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও জি-৭ নেতারা আলোচনা করেন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, যতদিন দরকার হয়, আমরা ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, সামরিক, কূটনৈতিক এবং মানবিক সমর্থন দিয়ে যাব ও তাদের পাশে থাকব।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles