সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইউক্রেনে ৪৪০ মরদেহ উদ্ধার গণকবরের সন্ধান

টপ নিউজ ডেক্স: একটি গণকবরের সন্ধান মিলেছে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের ইজিউমে।ইউক্রেন গণকবরটির সন্ধান পায় রাশিয়ান সেনারা সেখান থেকে সরে যাওয়ার পর ।

রয়টার্স এক প্রতিবেদনে জানা গেছে ,৪৪০টি মরদেহ পাওয়া গেছে  গণকবরটিতে । কর্তৃপক্ষ বলছে  আরো মরদেহ থাকতে পারে গণকবরটিতে ।

খারকিভের এই শহর যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার সেনা দখল করেছিল। গত সপ্তাহে ইউক্রেনের সেনারা ইজিউম পুনর্দখল করেছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকেই লড়াই চালাচ্ছিল রাশিয়া খারকিভের অন্যান্য অঞ্চলে ।

ইউক্রেনএকে যুদ্ধাপরাধ বলছে ।জেলেনস্কি দাবি করেছেন,  বিভিন্ন জায়গায় রাশিয়া এভাবেই যুদ্ধাপরাধ করেছে এবং বেসামরিক মানুষকে কবর দিয়েছে হত্যা করে। তিনি আরও মন্তব্য করেন রাশিয়াকে অবশ্যই দায়ী করা উচিত ।

রাশিয়া গণকবরের ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে  যুদ্ধের নৃশংসতার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। 

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles