সর্বশেষ

35.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইরান পেলো নতুন গ্যাসের সন্ধান

টপ নিউজ ডেস্কঃ নতুন করে একটি গ্যাসক্ষেত্রে ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়ার দাবি করেছে ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসির এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর।

তিনি জানান, আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের একটি গ্যাসক্ষেত্রে ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত পাওয়া গেছে। তবে গ্যাসক্ষেত্রটি সম্পর্কে তাদের কোম্পানি বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইরনা ফাকুরের বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ তথ্য সংগ্রহ করছে বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির। এপ্রিলে এ সংক্রান্ত জরিপ শেষ হবে। এর পর জানানো সম্ভব হবে গ্যাসের প্রকৃত মজুত কত এবং ভবিষ্যতে কী পরিমাণ বাড়তে পারে সে সম্পর্কে।

প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক দিয়ে ইরান রাশিয়ার পরই রয়েছে। তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের আগে রয়েছে। এ ক্ষেত্রে ইরান তৃতীয় অবস্থানে রয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles