সর্বশেষ

30.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ইসলামি চিন্তাবিদরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে চান না : বেনজীর আহমেদ

টপ নিউজ ডেস্কঃ কোনো এক অজানা কারণে ইসলামি চিন্তাবিদরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে চান না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. বেনজীর আহমেদ। রবিবার (২৪ জুলাই) দুপুরে ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন যে, যারা ইসলামি চিন্তাবিদ ও যারা ওয়াজ মাহফিল করেন, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা কোনো কথা বলেন না।

আইজিপি আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ইসলামি চিন্তাবিদ, মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদের কথা বলতে হবে। কারণ, বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচুর ইসলামিক ভিডিও দেখা যায় উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, এখানে কোনো সেন্সর নেই। তাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। কারণ, ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটর নেই। এখানে অনেক বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে। ধর্মীয় নেতাদের এইসবের বিরুদ্ধে কথা বলতে হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles