সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইসির চিঠি প্রদান দুই প্রতিমন্ত্রীকে

টপ নিউজ ডেস্কঃ আচরণবিধি যথাযথ প্রতিপালনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে নির্বাচন কমিশন (ইসি) চিঠি দিয়েছে।

বুধবার (১০ মে) এই দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন ।

পলকের একান্ত সচিবের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ । সূত্রোক্ত পত্রের মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত অবস্থান করবেন খুলনায় ।

উক্ত নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রয়োজন সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা । আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচনপূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে অনুরোধ করা হয় অবহিত করার জন্য।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles