সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ঈদযাত্রায় রেলের টিকিট বিক্রির আজ শেষ দিন

টপ নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার রেলওয়ের আজ শেষ দিন অগ্রিম টিকিট বিক্রির । আজ মঙ্গলবার ঈদের আগের দিন বিক্রি হচ্ছে অর্থাৎ শনিবারের টিকিট।

এর আগে, গতকাল সোমবার শুক্রবারের টিকিট বিক্রি হয়েছে । তাই ঐদিনও তুলনামূলকভাবে ঢাকার সাত স্টেশনে ভিড় ছিল । গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত স্টেশন মিলিয়ে কাউন্টারে ১৩ হাজার ৩৬০টি টিকিট বিক্রি হয়েছে। আর অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ মিলিয়ে আরো ১২ হাজার ২৫টি টিকিট বিক্রি হয়েছে ।

এদিকে গতকালও স্টেশনে এসে টিকিট না পেয়ে অনেককে ফিরে যেতে হয়েছে । লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেকে কাউন্টার থেকে ঘোষণা শুনেছেন টিকিট শেষ হয়েছে বলে ।

আবার অনেকে বহু কাঙ্খিত সেই টিকিট পেয়েছেন । কমলারপুর রেলওয়ে স্টেশনে টিকিট পেয়ে বগুড়ার লিটন মিয়া খুবই খুশি । যদিও তিনি লাইনে ১৪ ঘণ্টা অপেক্ষা করেছেন । আগের দিন কমলাপুর স্টেশনে এসেছেন। সন্ধ্যা থেকে লাইনে আরেকজনকে রেখে হাঁটাহাঁটি একটু করেছেন। টিকিটের লাইনে রাতে ঘুমিয়েছেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles