সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ঈদুল আজহার তারিখ ঘোষণা

টপ নিউজ ডেস্কঃ সৌদি আরব জানিয়েছে, চাঁদ দেখা গেছে জিলহজ মাসের । আগামী ৯ জুলাই উদ্‌যাপিত হবে ঈদুল আজহা । সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি উদ্‌যাপিত হবে ।
ঈদ কবে মধ্যপ্রাচ্যে জানাল সৌদি

বুধবার (২৯ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায় । ঈদুল আজহা উদ্‌যাপনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আরও জানান দেশটির কর্মকর্তারা , আরাফাতের দিন শুক্রবার (৮ জুলাই) হবে ।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের তারিখ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই ঘোষণা করেছে । চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই উদ্‌যাপন হবে কোরবানির ঈদ । দেশগুলোর স্থানীয় এ তথ্য জানানো হয়েছে সংবাদমাধ্যমে ।

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসবে । এদিন চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে গণনা শুরু হবে জিলহজ মাস । সেক্ষেত্রে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা ।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের পূর্ণ হবে ৩০ দিন । সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে গণনা শুরু হবে জিলহজ মাস । ঈদ ১১ জুলাই উদযাপিত হবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles