সর্বশেষ

39.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ঈদুল আজহায় বিশেষ ট্রেন পোশাক কর্মীদের জন্য

টপ নিউজ ডেস্কঃ পোশাক কারখানার কর্মীদের জন্য এবার পবিত্র ঈদুল আজহায় বিশেষ ট্রেন চালু করার কথা রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন । জয়দেবপুর থেকে এই ট্রেনের টিকিট নেওয়া যাবে বলে তিনি জানান ।

মন্ত্রী শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি একথা জানান সরবরাহ অনুষ্ঠানে ।

তিনি বলেন, ঈদুল ফিতরের সময় বিভিন্ন অভিযোগ ছিল অনলাইনে টিকিট কাটতে । তবে এবার এখন পর্যন্ত অভিযোগ পাইনি সে ধরনের। গণমাধ্যমে দেখলাম অনেকেই অনলাইন মাধ্যমে পেরেছেন টিকিট কাটতে। এরপরও এবার অনলাইন টিকিটে ব্যবস্থা নেওয়া হবে ফাঁকফোকর পেলে ।

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য চীন থেকে আমদানি করা উন্নতমানের ৫০টি ট্রলি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হস্তান্তর করেছে ।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, এক সময়ে স্টেশনগুলোতে যাত্রীদের মালামাল কুলিরা আনা-নেওয়া করতেন । সেটা নেই এখন । স্টেশনে লাগেজ-ব্যাগ আনা-নেওয়ায় ইসলামী ব্যাংক উপহার দিয়েছে অত্যন্ত উন্নতমানের ট্রলি। প্রধানমন্ত্রী ঢেলে সাজাতে চান রেল মন্ত্রণালয়কে ।

তিনি বলেন, রেল মন্ত্রণালয়ে এবার বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ হাজার কোটি টাকার বাজেট । কক্সবাজার (রেললাইন সম্পন্ন হবে) এবং ঢাকা থেকে ভাঙ্গা যেতে পারব আগামী বছরের মধ্যে ।
সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles