সর্বশেষ

26.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ঈদের ছুটি শেষে বাড়তি চাপে যানজট, ভোগান্তিতে নগরবাসী

হাবিবা সুলতানাঃ গত রবিবার (১০ জুলাই) উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। ঈদের ছুটি শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছে মানুষ। ফিরে যাওয়া মানুষের চাপে যানজটের বাড়তি দূর্ভোগ পোহাচ্ছে রাজশাহী নগরবাসী।

যদিও ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিলো ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত, তবে দূরের যাত্রীরা কিছুদিনের বাড়তি ছুটি নিয়েছিলো। বেসরকারি সংস্থাগুলোও দিয়েছিলো কিছুটা লম্বা ছুটি। এছাড়াও প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে শনিবার (১৬ জুলাই) থেকে। তাই ঈদের ছুটি শেষে শুক্রবার (১৫ জুলাই) রাজশাহীতে মানুষ ও যানবাহনের ভীড় তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

বাড়তি মানুষের চাপে নগরীর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষত, শিরোইল ট্রেন স্টেশন ও বাস টার্মিনালের আশেপাশের এলাকায় যানজট ও ধীরগতিতে যানবাহন চলতে দেখা গেছে।

রেলগেটে যানজটে বসে থাকা এক অটোরিকশার যাত্রী টপ নিউজকে জানান, এ রাস্তায় এতো জ্যাম আগে দেখি নি। সময়মতো স্টেশন পৌঁছাতে পারবো কিনা সন্দেহ!

এক অটোরিকশা চালকের সাথে কথা বললে তিনি টপ নিউজকে বলেন, ঈদের আগে কয়েকদিন এমন জ্যাম ছিলো, এখন আবার কয়েকদিন এমন ভীড় থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles