সর্বশেষ

30.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

উত্তরবঙ্গের মহাসড়কে বাড়ছে চাপ

টপ নিউজ ডেস্কঃ ঈদ আসছে । পরিবারের সবার সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে যে যার মত রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু দিয়ে ছুটছে বাড়িতে নাড়ীর টানে । এজন্য উত্তর-দক্ষিনাঞ্চলের ২২ জেলার মানুষের যাত্রার গাড়ীর প্রচন্ড চাপ বাড়ায় মহা ব্যস্ত এই মহাসড়ক । সময় যাচ্ছে চাপের পরিধি ক্রমাগত বাড়ছে । ফলে এ মহাসড়কে কখনো যানজট আবার কখনো চলছে গাড়ি ধীরগতিতে ।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৮ থেকেই মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রীজ হয়ে নলকা মোড় পর্যন্ত যানজট ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ছিল । তবে পুলিশী তৎপরতায় বেলা ১১টার পর থেকে কমে আসে যানজট । বর্তমানে এই সড়কে ধীরগতি চলছে ।

সরেজমিনে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায় এই মহাসড়কে , ঢাকা থেকে উত্তরবঙ্গগামী প্রচন্ড চাপ ছিল যানবাহনের । তবে উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী লেন পুরোপুরী স্বাভাবিক ছিল । এছাড়া বেলা ১২টার পর উত্তরবঙ্গগামী লেনও তা স্বাভাবিক হয়ে আসে পুলিশের প্রচেষ্টায় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles