সর্বশেষ

26.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

উত্তরাঞ্চলে ৪৫০-৭০০ টাকা দৈনিক আয় চা শ্রমিকদের

টপ নিউজ ডেস্কঃ চা চাষ প্রকল্পের আওতায় বাগান এবং কারখানায় কাজ করে উত্তরাঞ্চলের চা শ্রমিকদের সংসারে সচ্ছলতা ফিরেছে । এখানকার শ্রমিকরা হাতের বদলে পাতা কাটেন কাস্তে দিয়ে । ফলে ছয়-সাত ঘণ্টায় ১৫০-২৫০ কেজি তারা চা সংগ্রহ করেন । এতে কেজি প্রতি তিন টাকা চুক্তিতে আয় হয় তাদের ৪৫০-৭৫০ টাকা । বাকি সময় অনেকে অন্য কাজও করেন । আবার যারা ধান চাষের সঙ্গে যুক্ত তারা মৌসুম শেষে কাজ করেন চা শ্রমিকের ।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড সূত্রে জানা যায়, উত্তরের পাঁচ জেলা নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুরে চা চাষ হয়ে থাকে। এর মধ্যে পঞ্চগড়ে ৯ হাজার ৭৪৭ দশমিক ৮০ একর, লালমনিরহাটে ১৬৮ দশমিক ৮৮ একর, ঠাকুরগাঁওয়ে এক হাজার ৩৭০ দশমিক ৩০ একর, দিনাজপুরে ৭৮ দশমিক ৩৭ একর এবং নীলফামারী জেলায় ৬৮ দশমিক ৫৯ একর জমিতে চা চাষ সম্প্রসারিত হয়েছে। প্রতিনিয়ত এসব এলাকার সমতল জমিতে বৃদ্ধি পাচ্ছে চা চাষের পরিধি । প্রকল্পের আওতায় এ পাঁচ জেলায় এ পর্যন্ত ৯টি নিবন্ধিত ও ২১টি অনিবন্ধিত বৃহদায়তন এবং এক হাজার ৭৪৫টি নিবন্ধিত ও ৬ হাজার ৩২২টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তন পর্যায়ে গড়ে উঠেছে চা বাগান । এর বাইরে এক হাজার ২৬৩ দশমিক ৩৭ একর জমিতে চা চাষ চলছে ক্ষুদ্র পর্যায়ে । এসব চা বাগান এবং কারখানায় প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করেন প্রত্যক্ষভাবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles