সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

“উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত”


স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।


আজ শনিবার মহান স্বাধীনতা ও ৫১ তম জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক কর্মসূচি ও আয়োজন গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এর শুরু হয় শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, হামদ-নাথত,আবৃত্তি, দেশ গান,যেমন খুশি তেমন সাজো,বালিশ নিক্ষেপ,কুইজ প্রতিযোগিতা এবং হাড়ি ভাঙ্গা।

বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদ জাহাঙ্গীর ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির এবং উত্তরা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি আলহাজ্ব ময়দুল ইসলাম আপেল। প্রধান অতিথির বক্তব্যে জনাব আপেল বলেন স্বাধীনতার প্রকৃত সুফল পেতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের কে সুশিক্ষায় শিক্ষিত করে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন -আমি বিশ্বাস করি তোমাদের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের প্রধানমন্ত্রী।


পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতার উপস্থাপক ও বিদ্যালয়ের শিক্ষক শিরাজী ফেরদৌস ইমন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles