সর্বশেষ

34.8 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

উত্তাল শ্রীলঙ্কা সরকারবিরোধী বিক্ষোভে

টপ নিউজ ডেস্কঃ সরকারবিরোধী বিক্ষোভে শ্রীলঙ্কা উত্তাল। অর্থনৈতিক বিপর্যয়ের কারণে ফুঁসছে তারা বিক্ষোভে ।

এদিকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দুইজন বেড়ে সাত হয়েছে নিহতের সংখ্যা ।

নিহতদের মধ্যে ক্ষমতাসীন দলের রয়েছেন এক সংসদ সদস্যও । এছাড়া এতে ১৯০ এর বেশি আহত হয়েছেন মানুষ । আহতদের ভর্তি করা হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে ।

এর আগে আজ মঙ্গলবার গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসেকে সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়তে হয়েছে । তার আগে হাজারো বিক্ষোভকারী ঢুকে পড়েন বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ।

তারা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন । সেখানে প্রধানমন্ত্রী আটকা পড়েন তার পরিবারের সদস্যদের নিয়ে ।

এর আগে চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন উত্তাল গণবিক্ষোভের মধ্যে । সোমবার তিনি তা গ্রহণ করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠালে ।

রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া । স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার বিরোধী দলগুলো তাদেরকেই দায়ী করে আসছে এই দুর্দশার জন্য ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles