সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এক ইঞ্চি জমিও অনাবাদি যেন না থাকে: প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বিশ্ব অর্থনৈতিক মন্দায় যাতে বাংলাদেশের মানুষ কষ্ট না পায়, সেজন্য উৎপাদন বাড়াতে সবাইকে সক্রিয় হওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, ‘এ মাটি উর্বর মাটি। আমরা আজ খাদ্যে অর্জন করেছি স্বয়ংসম্পূর্ণতা । তারপরও এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে যেন । এখন ছাদবাগান করা যায়, অন্তত সেটাও যেন করা হয়।’ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪০তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে আইডিইবির প্রেসিডেন্ট এ কে এম হামিদ সভাপতিত্ব করেন ।

শেখ হাসিনা বলেন, ‘এমন একটা পরিস্থিতিতে আমাদের মতো দেশকে সতর্ক থাকতে হবে আগে থেকেই । মিতব্যয়ী হতে হবে। বাড়াতে হবে উৎপাদন । নিজেদের খাদ্য উৎপাদনে যাতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, রাখতে হবে সেই ভূমিকা । যেটা জরুরি প্রয়োজন, আমরা সেটা করবো। কম প্রয়োজনীয় কাজ বন্ধ রাখবো আপাতত । তাহলেই বিশ্ব মন্দা আমাদের পারবে না কাবু করতে ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles