সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

এক তরুণীর মৃত্যু অতিরিক্ত মদপানে

টপ নিউজ ডেস্কঃ কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে অতিরিক্ত মদপানে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন লাবণী আকতার নামের এক তরুণী ।

পুলিশ জানান, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল কক্সবাজার সদর হাসপাতালে । বুধবার তার মৃত্যু হয় দুপুর সাড়ে ১২ টার দিকে । এ ঘটনায় সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে আটক করা হয়েছে ২ জনকে ।

ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারী বরগুনার মনির হোসেনের মেয়ে লাবণী আকতার ।

এ ঘটনায় আটকরা হলেন যাত্রীবাড়ি এলাকার কামরুল আলম মো. জাহাঙ্গীরের ছেলে ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, ৪ বন্ধুসহ কক্সবাজার আসেন তারা ১১ মে । এসে অবস্থান নেন কলাতলীর বিচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল।

ওখানে ১৪ মে অসুস্থ হলে তরুণীকে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে । অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয় ১৬ মে তরুণীকে ।

এসময় সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জন স্বীকার করেন পান করেছিল তারা অতিরিক্ত মদ । এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও পালিয়ে গেছেন অপর ২ জন ।

তিনি বলেন, ৪ দিন চিকিৎসাধীন থাকার পর তরুণীর মৃত্যু হয় বুধবার সাড়ে ১২ টায় । এরই মধ্যে তরুণীর বাবাসহ কক্সবাজারে অবস্থান করছেন অভিভাবকরা । এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে আইনগত ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles