সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এক সিরিঞ্জ দিয়ে ৩০ শিক্ষার্থীকে টিকা প্রদান

টপ নিউজ ডেস্কঃ ভারতের মধ্য প্রদেশে এক সিরিঞ্জ ব্যবহার করে টিকা দেওয়া হয়েছে ৩০ শিক্ষার্থীকে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে । ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজ্যের সাগর জেলার একটি স্কুলে ওই ঘটনা ঘটে । সেখানে অভিযোগ উঠেছে ৩০ জন শিক্ষার্থীকে একটি সিরিঞ্জ ব্যবহার করেই টিকা দেওয়া হয়েছে বলে ।
অথচ একজনকে টিকা দিতে হবে একটি সিরিঞ্জ ব্যবহার করেই । দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বাধ্যতামূলক করা হয়েছে এটা ।

ইতোমধ্যেই দেশটিতে টিকা দেওয়া হয়েছে দুইশ কোটি ডোজের বেশি । এইচআইভির মতো মারাত্মক রোগের বিস্তার এড়াতে ভারতে একটি সিরিঞ্জ ব্যবহার করা হয়ে থাকে একজনকে টিকা দিতে । কিন্তু সরঞ্জামের সংকটের কারণে আগেও একটি সিরিঞ্জ ব্যবহার করে টিকা দিতে দেখা গেছে বহু মানুষকে ।
এদিকে ৩০ শিক্ষার্থীকে এক সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া স্বাস্থ্য কর্মকর্তা জিতেন্দ্র রাই জানান, তাকে স্বাস্থ্য দপ্তর সিরিঞ্জ দিয়েছিল একটি মাত্র । আর তিনি কাজ করেছেন নির্দেশনা অনুযায়ীই ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles