সর্বশেষ

41 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

এদেশে একেবারে সেরা মেধাবীদেরকে ছেঁকে নিয়ে ভর্তি করে প্রতিষ্ঠানে:শিক্ষামন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় ৭ লাখের বেশি এইচএসসির জন্য আসন রয়েছে। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে অনুষ্ঠিত হবে বরাবরের মতো । তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই কোনো । সিট পাবে সকলেই ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো এদেশের একেবারে সেরা মেধাবীদেরকে ছেঁকে নিয়ে ভর্তি করে তাদের প্রতিষ্ঠানে । সেরা মেধাবী শিক্ষার্থীরা যখন সবাই এক জায়গায় যায় তখন তারা তাদের, বাবা-মায়ের ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচেষ্টায় আরও ভালো ফলাফল করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মহত্ত্ব রয়েছে বলে মনে করি না আমি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles