সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এসএসসি : সারাদেশে  ৮৭.৪৪ শতাংশ পাসের হার

টপ নিউজ ডেস্কঃ প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। গত বছর এর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ,  এ বছর এই পাসের হার ৮৭.৪৪ শতাংশ। যা ৬ দশমিক ১৪ শতাংশ কম গত বছরের তুলনায়।

আজ সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ফলাফলের সারসংক্ষেপ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন।

গত ১৫ সেপ্টেম্বর করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত ফল প্রকাশ করা হয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখেরও বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles