সর্বশেষ

30.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকত লাখো পর্যটকে মুখরিত

টপ নিউজ ডেস্কঃ কক্সবাজারে ঈদের তৃতীয় দিন থেকে উপস্থিতি বেড়েছে পর্যটকের । কানায় কানায় সৈকতের পয়েন্টগুলো পরিপূর্ণ । সমাগম ঘটেছে দেড় লাখ পর্যটকের । হোটেল-মোটেলের রুম বুকিং বেড়েছে । ঈদুল আজহার প্রথম দুইদিন আশানুরূপ উপস্থিতি ছিল না পর্যটকের ।

ঈদের চতুর্থ দিনে এখন দুশ্চিন্তামুক্ত হয়েছেন পর্যটনশিল্প সংশ্লিষ্টরা ।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী, কবিতাচত্বর ও ডায়াবেটিক পয়েন্টে দেখা গেছে পর্যটকের ঢল নামতে ।

হোটেল দ্য কক্স টুডে সহকারী-ব্যবস্থাপক আবু তালেব জানান, ঈদের প্রথম দুদিন কেটেছে খুবই হতাশায় । তৃতীয় দিন বিকেল থেকে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। রুম বুকিংও বেড়েছে । আমাদের গেস্ট উঠেছে ৮০ শতাংশ রুমে । গতকাল (বৃহস্পতিবার) বিকেল ও আজ শুক্রবার সকালে পর্যটক এসেছেন বেশ কিছু এবং রুম ভাড়া নিয়েছেন। আমাদের হতাশা কেটেছে । আশা করছি আরও কিছুদিন পর্যটক অবস্থান করবেন কক্সবাজারে ।

হোটেল সি কুইনের মালিক মোশাররফ হোসেন বলেন, ঈদের প্রথম দিন থেকে কক্সবাজারে এসেছেন কমবেশি পর্যটক । সমুদ্রের কিছুটা দূরে হয়েও আমার হোটেলে পর্যটক পাওয়া গেছে বেশ ভালোই ৷ এবার সম্পন্ন হয়েছে হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles