সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

‘করোনা ইউনিট’ রাজশাহী মেডিকেলে বন্ধ ঘোষণা

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী করোনামুক্ত হয়েছে । চলতি মাসে রাজশাহীতে কোন রোগী করোনা আক্রান্ত পাওয়া যায়নি। ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে করোনা রোগীদের চিকিৎসায় চালুকৃত বিশেষায়িত ওয়ার্ড ‘করোনা ইউনিট’ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের । শুক্রবার (১৩ মে) এই ওয়ার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যু হয়েছিলো সর্বোচ্চ ২৫ জনের । ২০২১ সালের ১৪ জুলাই ২৪ ঘণ্টায় হয়েছিলো ওই মৃত্যু । একই সালের ২৮ জুনও ২৫ জন মৃত্যু ছিলো । মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন সাতজন । করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছিলেন ১৪ জন । আর চারজন মৃত্যুবরণ করেছিলেন শ্বাসকষ্ট নিয়ে । তারা ছিলেন করোনা নেগেটিভ ।

মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১২ জন রাজশাহীর ছিলো , চাঁপাইনবাবগঞ্জের তিন, নাটোরের তিন,পাবনার তিন, নওগাঁর দুই, কুষ্টিয়ার একজন এবং যশোরের একজন রোগী ছিলেন। ওই বছরের জুন মাসে করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছিলেন মোট ৩৫৪ জন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles