সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ক্রিকেটকে বিদায় বললেন সুরেশ রায়না

টপ নিউজ ডেস্কঃ বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘোষণা দেন অবসরের । এবার তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমোদিত কোনো টুর্নামেন্টে ঘোষণা দিলেন অংশ না নেওয়ার ।

ভারতের সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না আর খেলবেন না ভারতীয় ক্রিকেটে । বিসিসিআই এবং উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) কর্মকর্তাদের রায়না জানিয়েছেন । তবে তিনি আরও বলেছেন, তিনি বিদেশি লিগ খেলতে পারেন এবং তিনি এটি রোড সেফটি শুরু করতে চলেছেন ওয়ার্ল্ড সিরিজ দিয়ে । ২০২২ আইপিএলের মেগা নিলামে সুরেশ রায়নাকে কোনো দলই কেনেনি।

বিসিসিআই থেকে এনওসি পাওয়ার পর সুরেশ রায়না খেলতে পারবেন দেশ-বিদেশের বিভিন্ন লিগে । তার আগে যুবরাজ সিং বিদেশি লিগ খেলেছেন এবং তিনি দেশে নিতে পারেন আয়োজিত লিগেও অংশ । সুরেশ রায়না জানিয়েছেন, তিনি ইউপিসিএ থেকে এনওসি নিয়েছেন এবং বিসিসিআই সচিব জয় শাহ এবং সহসভাপতি রাজীব শুক্লাকেও জানিয়েছেন তার অবসরের বিষয়টি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles