সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

খুলনার সড়কে গণপরিবহন নেই, ভাড়া দ্বিগুণ

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণায় পরিবহন খাতে প্রভাব পড়েছে । তেলের দাম বৃদ্ধি হলেও ভাড়া নির্ধারণ না হওয়ায় চলাচল কমে গেছে খুলনায় পরিবহন । হাতেগোনা কয়েকটি বাস চলাচল করলেও তাতে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে । যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া নির্ধারণ না করলেও বাস মালিকরা ভাড়া আদায় করছে ইচ্ছেমতো । যা নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ । বেশি ভাড়া চাওয়ায় অনেক যাত্রী ফিরে গেছেন নির্ধারিত গন্তব্যে না গিয়ে । তাদের অভিযোগ, কোনো রকমের ঘোষণা ছাড়াই শুক্রবার রাত ১২টার দিকে বাড়িয়ে দেওয়া হয় জ্বালানি তেলের দাম । ৮০ টাকার ডিজেল ১১৪ টাকা, ৮৯ টাকার অকটেন ১৩৫ টাকায় , ৮৬ টাকার পেট্রল ১৩০ টাকা বিক্রি করছেন পাম্প মালিকরা।

নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, তেলের মূল্যবৃদ্ধির কারণে রেখে দেওয়া হয়েছে কয়েকশো বাস টার্মিনালে । মাঝেমধ্যে ২-১ টি বাস যেতে দেখা গেছে নির্ধারিত গন্তব্যে ।খুলনা থেকে পাইকগাছায় যাবার জন্য সোনাডাঙা বাস টার্মিনালে আলাউদ্দিন সোহাগ আসেন । একদিন আগে তিনি ১১০ টাকা ভাড়া দিয়ে এসেছেন । আজ ফিরে যাবার জন্য তার কাছে ১৮০ টাকা ভাড়া চাওয়া হয়েছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles