সর্বশেষ

43 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

খেলাপি ঋণ বৃদ্ধির শীর্ষে ২০ ব্যাংক

টপ নিউজ ডেস্কঃ আশঙ্কাজনক হারে বাড়ছে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ। খেলাপি ঋণের পরিমাণ চলতি বছরের জুন শেষে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকা। যার মধ্যে গত ছয় মাসেই ২১ হাজার ৯৮৪ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে। এই বিপুল খেলাপি ঋণের সিংহভাগই রয়েছে ২০টি ব্যাংকে। যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ৫টি ও বেসরকারি খাতের ১৫টি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এই ২০ ব্যাংকেই মোট খেলাপি ঋণের প্রায় ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ রয়েছে ৪১টি ব্যাংকে।

খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু ভুল সিদ্ধান্ত আসছে। সেখান থেকে যে নীতিমালাগুলো আসছে সেগুলো উৎসাহিত করছে ঋণ খেলাপিদের। যার বিপরীতে ব্যাংকের ভালো গ্রাহক নিরুৎসাহিত হচ্ছেন। সেইসাথে ব্যাংকগুলোও খেলাপি ঋণ আদায়ে বিমুখ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, কোনো কেন্দ্রীয় ব্যাংকের কাজ হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া নয়। কেন্দ্রীয় ব্যাংকের নীতিগুলো হতে হবে দীর্ঘস্থায়ী এবং মঙ্গলজনক।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles