সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ৫ চালককে জরিমানা

টপ নিউজ ডেস্কঃ ঈদ উল আযহা শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মানিকগঞ্জের পাঁচটি গণপরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব যাত্রীবাহী গণপরিবহনের কাছ থেকে সর্বমোট সাত হাজার টাকা আদায় করা হয়েছে। আজ বুধবার(১৩ই জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন মানিকগন্জের ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ।

অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত স্থানীয় বিভিন্ন গণপরিবহন যাত্রী পরিবহন করে। ঈদের ছুটি শেষে গতকাল মঙ্গলবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পশ্চিম-উত্তরাঞ্চলের যাত্রীরা ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যাচ্ছেন। যাত্রীদের কাছ থেকে গণপরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতেই আজ সকাল ১০টা থেকে এই অভিযান পরিচালনা করে অধিদপ্তর। এই অভিযানে বিআরটিএর মানিকগঞ্জ জেলা কার্যালয়, জেলা ক্যাব ও সদর থানা-পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের সহযোগিতা করে।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles