সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গ্যাসের অভাবে কারখানার উৎপাদন বন্ধের পথে

টপ নিউজ ডেস্কঃ গেলো কয়েকদিন ধরেই হবিগঞ্জ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে একেবারে । দেশের রফতানিমুখী স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ হয়ে পড়েছে । যেগুলোতে উৎপাদন চলছে সেগুলোও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ফলে রফতানিমুখী গার্মেন্টস পণ্যের অর্ডার আশংকা করা হচ্ছে বাতিল হওয়ার ।

এরই মধ্যে ৫০ থেকে ৭০ শতাংশ উৎপাদন বিভিন্ন কারখানায় বন্ধ আছে । এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা অনেকটা অলস সময় কাটান। মালিকপক্ষ তাদেরকে না পারছেন কাজে লাগাতে ছাঁটাই করতে না পারছেন । বসিয়ে রেখেই দিতে হচ্ছে তাদের বেতন । স্কয়ার ডেনিম এবং স্পিনিংয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল বাবুল জানান, তাদের উভয় কোম্পানিতে গ্যাস প্রয়োজন কেপটিভে (বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট) ঘণ্টায় ২৪৯১ কিউবেক করে । কিন্তু দু’দিন ধরে স্পিনিংয়ে কোনো গ্যাস পাচ্ছেন না। আর ডেনিমে পাচ্ছেন ১৪৯৫ কিউবেক। আবার প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল লাইনে স্পিনিংয়ে ১৬৩৫ এবং ডেনিমে ২২৫৮ কিউবেক । কিন্তু এতে পাচ্ছেন না কোনো গ্যাস । এ অবস্থায় স্পিনিং কারখানাটি বন্ধ রয়েছে সম্পূর্ণ । আবার ডাইং এবং ফিনিসিংও বন্ধ রয়েছে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles