সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গ্যাস কিনতে দীর্ঘমেয়াদী চুক্তির চেষ্টায় সরকারঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবেই চালু রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। লোডশেডিংয়ের ফলে কি পরিমাণ সাশ্রয় হয়েছে, সেটি বুঝতে আরও সময় লাগবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাস কিনতেও কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার চেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, সম্ভাব্য দেশ হতে পারে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে বাস্তবায়নে আরও কয়েক বছর সময় লাগবে। এদিকে ব্যাটারিচালিত যানবাহনে থিয়াম ব্যাটারি ব্যবহারের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কারণ এতে স্বল্প সময়ে চার্জ হওয়ায় বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান মন্ত্রী।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles