সর্বশেষ

42.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরিচুত্য করা হবে: নসরুল হামিদ

টপ নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ব্যবস্থাপনার ব্যর্থতা দায়ী।

এই ব্যাপারে প্রতিমন্ত্রী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, তাদের চাকরিচ্যুত করা হবে দু একদিনের মধ্যে। আজ শনিবার (১৫ অক্টোবর) প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, এখনো তদন্ত প্রতিবেদন লিখিতভাবে পাইনি। তবে জানা গেছে, গ্রিড বিপর্যয়ের পেছনেতি একটি কারণ হিসেবে মানুষের গাফিল এসেছে। বিদ্যুৎ বিভাগকে বলেছি নামগুলো জানাতে। নাম বলে পেলে আগামী রোববার বা সোমবারের মধ্যে সকলকে চাকরিচ্যুত করবো এবং বিভাগীয় ব্যবস্থা নেবো তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ বিপর্যয় দেখা দেয় জাতীয় গ্রিডে। দেশের চার বিভাগের একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles