সর্বশেষ

29.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ঘন কুয়াশায় ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতায়, একটি মিয়ানমারে

টপ নিউজ ডেক্স: ঘন কুয়াশার কারণে সাতটি কলকাতায় এবং একটি মিয়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে নেমেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে । বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ।

রোববার ভোরে শাহজালালের কার্যক্রম কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। ফলে নামতে না পেরে ঢাকামুখী আটটি ফ্লাইট ফিরে যায় এবং বিলম্বিত হয় আরও সাতটি ফ্লাইট।

ঢাকার ওপর চক্কর দিয়ে ঘুরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, কুয়েত এয়ার, গালফ এয়ার, জাজিরা এয়ারলাইনস, মালিন্দো ও বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট  নেমেছে কলকাতায়। এয়ার এশিয়ার একটি ফ্লাইট ইয়াঙ্গুনে নেমেছে ।

ঢাকা থেকে  যে ফ্লাইটগুলোর উড়তে দেরি হয়েছে, তার মধ্যে রয়েছে— ওমান এয়ার, কাতার এয়ারওয়েজ,  বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইনস,  এমিরেটস এয়ারলাইনস,  হিমালয়া এয়ারলাইনস ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ।

ঘন কুয়াশা থাকায় গত কয়েক দিন ধরেই ব্যাহত হচ্ছে রাতে ও সকালের দিকে ঢাকায় ফ্লাইট ওঠানামা ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles