সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীর কাইব্যা ডাকাত দলের প্রধান কবির গ্রেপ্তার

টপ নিউজ ডেস্কঃ বুধবার (২৩ মার্চ) চট্টগ্রামের বাঁশখালী থানার ভাদালিয়া এলাকা থেকে কাইব্যা ডাকাত দলের প্রধান কবির আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কবির আহমেদর  বিরুদ্ধে বাঁশখালী থানায় ৩টি ধর্ষণ ৬টি ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। 

বুধবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদালিয়  তার  নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন ।  

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কবিরের ঘর তল্লাশি করে একটি থ্রি কোয়ার্টার গান, ২টি দেশীয় এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, কবির আহমেদ বাঁশখালীর উত্তর জলদী এলাকার মোস্ট ওয়ান্টেড অপরাধী। কবির আহমেদ তার এলাকায় কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। কবির আহমেদ এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে এবং ডাকাতি, ধর্ষণ ও বিভিন্ন অপকর্ম করত।  তাকে গ্রেফতারের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles