সর্বশেষ

28.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

চট্টগ্রাম নগরীর সমস্ত নালা নর্দমায় বেষ্টনী দেয়ার নির্দেশ

টপ নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর অরক্ষিত নালা-নর্দমা ও খালগুলোতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগকে চলতি এই বর্ষা মৌসুমেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। গতকাল (২৮ জুন) মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ১৭ তম সাধারণ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এই নির্দেশনা দেন। চট্টগ্রামের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বছরের বৃষ্টির সময় নগরের বিভিন্ন এলাকায় অরক্ষিত নালা-নর্দমা ও খালে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী, শিশু ও সবজি বিক্রেতাসহ মোট ৫ জনের মৃত্যু হয়। এই নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। সিটি করপোরেশন ও সিডিএর গাফিলতির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে গতবছর সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। সাধারণ সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আরো বলেন, নগরের জলজটের কারণে রাস্তা ও নালা একাকার হয়ে আগে প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। তাই যেসব জায়গায় নিরাপত্তা বেষ্টনী দেওয়া দরকার তা দিতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের মৃত্যু না হয় সে জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে নির্দেশ দেন মেয়র।

তিনি নগর বাসীর জন্য উল্লেখ করে বলেন বর্জ্য ব্যবস্থাপনা আইন মেনে না চললে প্রয়োজনে ২ লাখ টাকা জরিমানা এবং ২ বছর কারাদণ্ড দেওয়ার হুমকিও দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জলাবদ্ধতা নিরসনে স্বল্প মেয়াদে নগরের ১৮টি ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চলছে বলেও সভায় জানান মেয়র। পবিত্র ঈদুল আজহায় নগরকে আট ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি সভায় বলেন, নগরবাসীর পশুর বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখার জন্য ১ লাখ ব্যাগ সরবরাহ করা হবে। গত বছর কোরবানির বর্জ্য দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করে সুনাম অর্জন করেছে করপোরেশন। তা ধরে রাখতে হবে এবারও। সভায় প্রত্যাশিত গৃহকর আদায় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মেয়র। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাজস্ব বিভাগকে নির্দেশনা দেন তিনি। উক্ত সাধারণ সভায় সিটি করপোরেশনের কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles