সর্বশেষ

34.5 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

চট্টগ্রাম নগরের আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে মারামারি

টপ নিউজ ডেস্কঃ গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজারে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে দুই পক্ষ দাবি করেছে তাদের আরও বেশি আহত হয়েছেন ।


লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের অনুসারী ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসানের অনুসারীদের মধ্যে এই ঘটনাটি ঘটে।


আজ মঙ্গলবার সকালে এই ঘটনায় খুলশী থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসানের অনুসারী খালেকুজ্জামান মামলা করেন। এই মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের অনুসারীদের আসামি করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে লালখান বাজার কর্নার হোটেল এলাকায় দিদারুল ও আবুলের অনুসারীদের মধ্যে মারামারি পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। আগের দিন রোববার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিদারুল ও আবুলের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরে এর জের ধরেই গতকাল মারামারি হয়।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা বলেন, লালখান বাজার ওয়ার্ডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবুলের বিরুদ্ধে রেশন কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। মঞ্চে থাকা আবুল এর প্রতিবাদ জানায়। এই ঘটনার জেরে গতকাল রাতে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এলাকায় রাতভর উত্তেজনা ছিল। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles